ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২০

সিরাজদিখানে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ


জুন ৩০, ২০২০ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার আমজাদ হোসেনের বিরুদ্ধে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। চান্দের চর তমিজউদ্দিন মার্কেট থেকে কামাইল্লা মাদবরের বাড়ির মোড় পর্যন্ত ৬০০ মিটার রাস্তা সংস্কারে ২লক্ষ টাকা সঠিকভাবে খরচ না করে দায়সারা ভাবে রাস্তার কাজ করার অভিযোগ উঠেছে এই মেম্বারের বিরুদ্ধে । তদন্তের ৩ দিন পেরিয়ে গেলেও এখনো ঠিক হয়নি রাস্তার কাজ এলাকাবাসী সূত্রে জানা যায়, এই অল্প রাস্তা আগেই ইটের সলিউশন ছিলো। এটাকে পুনরায় সংস্কার করার জন্য এডিপি থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।

ইউপি সদস্য আমজাদ হোসেন মাত্র অল্প জায়গায় ইট লাগিয়ে এবং রাস্তার উপর হালকা বালু ছিটিয়ে সংস্কারের নামে ব্যাপক অনিয়ম করে চলেছেন। এই নিয়ে স্থানীয় এলাকাবাসী ও সোশ্যাল মিডিয়া ফেসবুকে গত কয়েকদিন যাবত চলছে তুমুল ঝড়। সরেজমিনে রাস্তায় কর্মরত শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, ৮ জন শ্রমিক মোট ৭ দিন কাজ করেছে এই রাস্তা সংস্করণে। এই রাস্তায় শ্রমিকদের প্রতিজনের কাজের রোজ ছিলো ৬০০ টাকা করে। এছাড়া এই রাস্তা সংস্কারে মাত্র ৭ হাজার ইট লেগেছে যা কিনা একেবারে নিন্মমানের। আর কয়েক ট্রলি পুরাতন বালু। এছাড়া রাস্তার পাশে বাড়ির মালিকদেরও অভিযোগ তারা রাস্তার ঢালু দিয়ে মাটি না ফেলে রাস্তা চওড়া করার জন্য মানুষের বসতভিটা কেটে রাস্তা প্রস্তুত করেছে। এবিষয়ে জানতে চাইলে বালুচর ইউনিয়ন ২ নং ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, এডিপি অফিস থেকে আমাকে যেভাবে বলেছে, আমি সেভাবেই কাজ করেছি। এখানে কাউকে জবাবদিহিতা করার প্রয়োজন নেই। ইঞ্জিনিয়ার এসে দেখে গেলেই বুঝা যাবে আমার কাজ ঠিক আছে কিনা। কাউকে আমার কাজের জন্য জবাবদিহি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী সোয়াইব বিন আজাদ বলেন, এই রাস্তার ব্যাপারে ইতমধ্যে অনেক অভিযোগ পেয়েছি। আমরা এখন পর্যন্ত কোন বিল দেইনি। আগে রাস্তা পরিদর্শন করবো, তারপর বিল দেবো। অভিযোগ সত্য হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। তদন্তকারী উপ সহকারী প্রকৌশলী এস এম সাব্বির হোসেন এর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কাজ চলমান কিন্তু কিছু কাজ বাকী ছিলো কাজ শেষ করে আমাকে জানানোর কথা ছিলো কিন্তু আজও আমাকে জানানো হয় নাই কাজ শেষ হলে আমি আবার ভিজিট করে দেখবো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।