ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ খবর

২৪ ঘণ্টায় করোনায় আরও ১জনের মৃত্যু, শনাক্ত ২৬


জুন ১৫, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   দেশে আবারও করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের শরীরে।রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন ২৬ জনসহ মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে। অন্যদিকে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০৩ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ জন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪০৫ জনে দাঁড়িয়েছে।এর আগে শুক্রবার (১৩ জুন) করোনা ভাইরাসে দুইজনের মৃত্যুর তথ্য জানানো হয়। তবে শনিবার কারও মৃত্যু হয়নি।২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর তথ্য জানানো হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।