ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা


মে ২৭, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৬ মে) রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা বা কর্মচারী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিংবা আবাসিক হলে দলীয় বা লেজুরবৃত্তিক রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। কেউ আদেশ অমান্য করে এমন কার্যকলাপে জড়িত হলে, কিংবা অন্যকে প্ররোচিত বা বাধ্য করলে, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে শিক্ষাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষার্থীদের একাংশ এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানালেও কেউ কেউ বলছেন, এটি মৌলিক অধিকার হরণের শামিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।প্রসঙ্গত, ২০২১ সালে প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় বর্তমানে অস্থায়ীভাবে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজের একটি বহুতল ভবনে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চালাচ্ছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ এখনো চলমান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।