স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি বাজারে চেকপোষ্ট থেকে নয়ন মন্ডল নামে এক মাদক পাচারকারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার(২৪মে) তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির এস.আই (নিঃ) জয় পাল এর নেতৃত্বে এ.এস.আই হান্নানসহ একদল পুলিশ তাকে গ্রেফতার করে। সে গাজিপুর জেলার কালীয়াকৈর থানার ঠাকুরপাড়ার মৃত প্রদীপ মন্ডলের পুত্র।
পুলিশ জানায়, নয়নের কাধে ঝুলানো ব্যাগের ভিতর হইতে ৮ কেজি গাজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।