ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

অসহায় পঙ্গু ইজিবাইক চালককে হুইলচেয়ার উপহার দিলেন হাসনাত ফাউন্ডেশন


মে ২২, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:   ফেসবুকে একটি পোস্ট দেখে অসহায় পঙ্গু ইজিবাইক চালক তুহিন হোসেনকে একটি মেডিকেল হুইলচেয়ার কিনে দিলেন আমেরিকা প্রবাসী তরুণ সমাজ সেবক হাসনাত মাহমুদ।
হাসনাত ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২৫/০৫/২৫/ বৃহস্পতিবার বেলা ১-৩০ মিনিটের সময় শহরের পায়রাচত্বর মোড়ে প্রতিবন্ধী তুহিনের কাছে নতুন একটি হুইলচেয়ার পৌঁছে দেওয়া হয়।
তুহিন ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের আর্য্যনারায়নপুর গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে। ছেলেটি জন্ম থেকেই শারিরীকভাবে প্রতিবন্ধী তার মেরুদন্ডের শিরা অচল থাকার কারণে চলাফেরা করতে পারেন না।
এজন্য তাকে কারো সহযোগিতার মাধ্যমে কিংবা হুইল চেয়ার ও লাঠি ভর দিয়ে চলাচল করতে হয়।
তবে এখন নতুন একটি হুইল চেয়ার পেয়ে চলাচল করতে পারবে এজন্য তুহিন বেজায় খুশি হয়েছেন।
এ বিষয়ে তুহিন হোসেন বলেন, চলাচল করতে পারিনা তারপরেও কাজ করে খেতে হয়। এজন্য ভাড়ায় একটি ইজিবাইক চালায়। কিন্তু সারাদিন পরে ইজিবাইক থেকে কারো সহযোগিতা ছাড়া নামতে পারিনা। একটা হুইলচেয়ার খুব দরকার ছিল আমার।
অনেকের কাছে বলেছি কেউ কেমন সাড়া দেয়নি।
কিন্তু আমেরিকা থেকেও ফেসবুকে আমার কষ্ট দেখে হাসনাত ভাই একটি হুইল চেয়ার কিনে আমার কাছে পৌঁছে দিয়েছে এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।আমি সেই ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি।
উল্লেখ্য,
হাসনাত ফাউন্ডেশন প্রতিষ্ঠানের শুরু থেকেই এরকম অসংখ্য মানবিক কাজ করে আসছে।এটি একটি অরাজনৈতিক সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নের পরিচালিত।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।