ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

বানিয়াচঙ্গে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ কারবারি গ্রেফতার


মে ২২, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:    হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় আধা কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মনফর মিয়া (৪৮)। তিনি একই গ্রামের বাসিন্দা এবং মৃত হিরন মিয়ার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে নগদ ৪১ হাজার ৬৫ টাকা উদ্ধার করা হয়, যা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২১ মে) দুপুরে ডিএনসির হবিগঞ্জ কার্যালয়ের উপপরিদর্শক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন উপপরিদর্শক রফিকুল ইসলাম।এ ঘটনায় সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।