ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫

লাখাইয়ে ৩৬ পিস ই’য়াবাসহ এক মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার


মে ১৭, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের লাখাই থানা পুলিশের অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে লাখাই থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামী হলো- লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৫৩)।

গত বৃহস্পতিবার (১৫ মে) লাখাই থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি) মো : বন্দে আলী মিয়া দিকনির্দেশনায় ও এসআই আখতারুজ্জামান নেতৃত্বে এএসআই আনোয়ারুল হকসহ ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জিরুন্ডা গ্রামের টমটম স্ট্যান্ডে বিকাল ৩ঘটিকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহজাহান মোল্লা (৫৩)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন,লাখাই থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি) মো : বন্দে আলী মিয়া জানান, গ্রেফতারকৃত আসামিকে মাদকসহ হাতে নাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের নিয়মিত অভিযানে মাদক নির্মূলে আরও গতি আসবে এবং যুবসমাজ রক্ষা পাবে ধ্বংসের পথ থেকে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।