নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের নিকট জেলা জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বেতন মওকুফের জন্য স্মারকলিপি প্রদান করেছে। আজ রবিবার দুপুর ২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল হাসান তুষার, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক রাফুল খান, শহর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহম্মেদ সৃজন ও শহর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রোমান। মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না ও সাধারণ সম্পাদক মো. শফিকুল হাসান তুষার স্বাক্ষরিত স্বারকলিপিটি জেলা প্রশাসকের কার্যালয়ের ফ্রন্ট ডেস্কে জমা দেয়া হয়। যার নং – ৫৯১২০২০০৬২১০০৩(N)। ছাত্রদলের স্মারক লিপিতে করোনা কালিন দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ষ্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বেতন মওকুফের জন্য জেলা প্রশাসকের নিকট অনুরোধ জানানো হয়। এ ছাড়াও এ স্বারকলিপিটি জেলা শিক্ষা অফিসারের নিকটও প্রদান করা হয়। এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল হাসান তুষার বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বেতন মওকুফের জন্য জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি বা আবেদন করেছি। এদেশের সাধারণ ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবীর সাথে ছাত্রদল সবসময় পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।