ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে সালাউদ্দিন বাবুসহ নেতাকর্মীদের ঢল


মে ৭, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি:   লন্ডনে চিকিৎসা শেষে গতকাল সকালে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি সহ দলীয় নেতাকর্মীদের ঢল নামে।

ভোরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের সাথে করে বিমান বন্দরের উদ্দেশ্যে কয়েক’শ গাড়িবহরে করে রওয়ানা দেন তারা। এরপরে সেখানে দলীয় চেয়ারপারসনের ছবি, প্লেকার্ড, দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে তারা সড়কের পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেন।

এসময় সাবেক এই এমপির সাথে ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামাল বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, আশুলিয়া থানা মহিলাদলের সভাপতি ইশরাত জাহান মিনি, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ শরীফুল আলম, ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ। এছাড়া আরও ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই-আল-হাদি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান বিকাশ ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসাইন মুন্সি, আশুলিয়া থানা বিএনপির সদস্য কিসমত সরকার এবং ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেন, ইয়ারপুর ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির ও রিপন শিকদার সহ অন্যান্য নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডা: সালাউদ্দিন বাবু। এসময় তিনি বলেন, আজ আমাদের আনন্দের দিন। গণতন্ত্রের মা দেশে ফিরছেন সাবেক সফল প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আমি সাভার ও আশুলিয়া থেকে কয়েক হাজার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এসেছি। তিনি আরও বলেন, খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনে নির্যাতিত হয়ে ফ্যাসিবাদ বিদায় নিলে কারাবন্দি মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। সেখানে প্রায় ৪ মাস চিকিৎসা শেষে আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, জাতির জন্য একটা আনন্দের দিন। গণতন্ত্রে উত্তরণের এই সময়ে তার উপস্থিতি একটি উল্লেখযোগ্য দিক। তার ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণে সহজ করবে। দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহযোগিতা করবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।