ঢাকারবিবার , ৪ মে ২০২৫

ধামরাইয়ে হাতকড়া পরিয়ে বিমানবাহিনীর সদস্যকে মারধর, দুই পুলিশ প্রত্যাহার


মে ৪, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি:   ঢাকার ধামরাইয়ে বিমানবাহিনীর এক সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধরের অভিযোগে পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কে থানা থেকে প্রত‍্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।রবিবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে বালিয়া ইউনিয়নের পাবরাইল গ্রামে ভুক্তভোগীর বাড়িতে এই ঘটনা ঘটে। পরে শুক্রবার বিমানবাহিনীর সদস‍্য (কর্পোরাল) জসিম উদ্দিন নিজে বাদী হয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, বিমানবাহিনীর সদস‍্য জসিম উদ্দিন তার নিজ বাড়িতে ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধামরাই থানার এএসআই সেলিম ও শহীদুর রহমানসহ পুলিশের চার সদস্য তাদের বাড়িতে যান। এ সময় জসিমের নামে ওয়ারেন্ট আছে বলে তাকে হাতকড়া পরিয়ে মারধর করতে করতে রাস্তার দিকে নিয়ে যান। জসিম নিজেকে বিমানবাহিনীর সদস্য পরিচয় দিলেও তার কথা শোনেননি। পরে পরিবারের সদস‍্যরা ওয়ারেন্ট দেখতে চাইলে ও এ ঘটনার প্রতিবাদ জানালে পুলিশ সদস‍্যরা তাদেরও মারধর করেন। এর কিছু সময় পর এএসআই সেলিম থানায় ফোন করে জানতে পারেন জসিমের নামে কোনও ওয়ারেন্ট নেই।

কাওয়ালিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) অমল কুমার রায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জসিম উদ্দিনের হাতকড়া খুলে দেন। এছাড়াও এএসআই সেলিম ও শহীদুর রহমান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোর অনুরোধ করে জসিম উদ্দিনের কাছে ক্ষমা চান। পরে এ ঘটনায় শুক্রবার বিমানবাহিনীর সদস‍্য নিজে বাদী হয়ে এএসআই সেলিমসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ধামরাই থানায় সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযুক্ত এএসআই সেলিম ও শহীদুর রহমানকে জেলা পুলিশ সুপারের নির্দেশে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।