ঢাকারবিবার , ৪ মে ২০২৫

সুন্দরগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় নারীসহ আহত ৩


মে ৪, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:     গাইবান্ধার সুন্দরগঞ্জে মারপিট করাসহ ঘরবাড়ী ভাঙচুর করে জমি দখলের চেষ্টায় নারীসহ আহত ৩জন। এ ঘটনায় দুই ভূমিদস্যুসহ ৮ জনকে আসামি করে থানায় অভিযোগ করেন ভুক্তভুগি মাজনু মিয়া।গত শনিবার দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়ামীরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানাযায়, পত্রিকসুত্রে জমি চাষাবাদ করে আসতেছে মাজনু মিয়ার পিতা মহাতাব আলী বিগত একবছর পূর্বে প্রতিবেশী ভূমিদস্যু নজরুল মিয়া মহাতাব আলী নিকট তার ১০শতাংশ জমি নজরুল মিয়ার নামে দলিল করে দিতে বলেন। মহাতার আলী জমি দিতে অশিকার করলে নজরুল মিয়া ও তার বড় ভাই হযরত আলী তাকে প্রাণনাশের হুুমকি প্রদান করেন। এরপর থেকে নজরুল মিয়া বিভিন্ন ভাবে জমি দখলের চেষ্টা করে আসতেছে। এককে বার এককে জমির দাবী করতে শুরু করেন।
অভিযোগ কারি জানান, বিগত ছয় মাস পূর্বে আমার জেঠাতো ভাইকে প্রলভন দেখিয়ে আমাদের বাশের ঝরে বাশ কেটে নিয়ে যায় আমরা বাঁধা দিলে আমিসহ আমার পরিবারের ৫জনকে আহত ১০ শতাংশ জমি জবর দখল করে টিনের ঘব নির্মাণ করে। আমরা তাদের সাথে আর কোন ঝামেলা না করে আদালতে জমির বাটোয়ার মামলা করে জমি চাষাবাদ করে আসতেছি। গত শনিবার দুপুরে আমার জমি আবারো জবর দখলের জন্য অন্য আর একটি জমির ফসলীজমি নিরান দেওয়া শুরু করেন নজরুলের ভাই বাদশা মিয়া। আমার ছোট ভাই দেখতে পেয়ে বাঁধা প্রদান করলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জমি থেকে চলে যায়। আমি বাড়িতে না থাকায় কিছুক্ষণ পর নজরুল তার লোকজনকে সাথে করে নিযে এসে আমার বাড়ি ভাঙচুর করে নগদ অর্থ ও স্বর্ণ অহংকার লুটপাট করে নিয়ে আমার পিত কে হত্যার উদ্দেশে আমার বাবা’র বাড়িতে চলে যায়। আমার বাবা ও ছোট ভাই তাদের আসার খবর শুনে ঘরের দরজায় তালা দিয়ে ঘরের মধ্যে পালিয়ে থাকে। তারা ঘরের তালা ভেঙ্গে আমার মা বাবা ও ছোট ভাইকে টিনেহিচরে বের করে এলোপাতাড়ি মারপিট শুরু করে,এতে আমার মা বাবা ও ছোট ভাই রক্তাত হয়ে মাঠিতে পরে যায় এরপর তার আমার বাবার বাড়ী ভাঙচুর করে চলে যায়। স্থানীয় লোকজনও দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, নজরুল ও তার লোকজনকে আমরা বাঁধা দেওয়ার চেষ্টা করি কিন্তু তারা বাঁধা অতিক্রম করে মহাতাবের বাড়ীতে গিয়ে তাদের এলোপাতারি মারপিট করে ঘরবাড়ী ভাঙচুর করেন।
অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।