ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

সিসি ক্যামেরার আওতায় হাসাইল বাজার


এপ্রিল ৩০, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধি: অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বাজারের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। বিষয়টি নিশ্চিত করেন হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুজ্জামান দেওয়ান।

বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ফলে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো অপরাধ নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদ জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের। সিসি ক্যামেরা স্থাপন করায় খুশি হাসাইল বাজারের ব্যবসায়ীরা।

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুজ্জামান দেওয়ান জানান, দীর্ঘদিন ধরেই এলাকাবাসী ও এই বাজারের ব্যবসায়ীদের দাবী ছিলো বাজারটি কে সিসি ক্যামেরার আওতায় আনা। সিসি ক্যামেরা বসানোর ফলে বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা আইনখৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকবে। আর এতে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ অনেকটাই কমে আসবে

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।