মুন্সীগঞ্জ প্রতিনিধি: গত বছরের ৫ আগষ্টের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ সদর থানার হত্যা মামলার আসামি সুমন হাওলাদার (৪০) টঙ্গীবাড়ী উপজেলায় প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে। সুমন টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের কাইচাইল গ্রামের জয়নাল হাওলাদার এর ছেলে এবং বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। সুমন স্বৈরশাসক আওয়ামী লীগের শাষনামলে উপজেলার বিভিন্ন জায়াগায় অবৈধ ভাবে ড্রেজার ব্যবসায়া,মাদকের ব্যবসায় সহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। ৩০-৪০ জনের কেডার তার নিয়ন্ত্রণে কাজ করতো। তাই কেউ তার বিরুদ্ধে কথা বললেই তাকে মারধর করতো এই সুমন। আওয়ামী সরকারের পতন হলেও থেমে নেই তার অপকর্ম। বর্তমানে সে বিএনপি নেতাদের ম্যানেজ করে ড্রেজার ব্যবসায়,মাদক ব্যবসায় সহ নানা অপরাধ মূলক কাজ করে বেড়াচ্ছে। গত বছরের ৫ আগষ্ট স্বৈরশাসক হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে হামলা করে এই সুমন। এ ঘটনায় আন্দোলনে আহত মো: মঞ্জিল অভিযুক্ত সুমন সহ হামলাকারী একাধিক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তদন্ত সজীব দেব জানান তথ্য পেলে আমরা অবশ্যই আসামী গ্রেফতার করবো।