হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়সল তালুকদার (৩৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।সে নবীগর পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের শিরু মিয়া পুত্র শাহ ফয়সল তালুকদার।
বৃহস্পতিবার(১০এপ্রিল) সকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি মো: কামাল হোসেন পিপিএম এর দিকনির্দেশনায় ও এসআই সুমন মিয়া,সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ ভিত্তিতে নবীগঞ্জ শহরের খালেক মঞ্জিল সামন থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ফয়সাল তালুকদার কে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন পিপিএম। তিনি জানান,এফআইআর, জি আর, ১৫ ফেব্রুয়ারি নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।