ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

ইজরাইলের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিলো স্বামী-স্ত্রীর মতো: ডাঃ আউয়াল


এপ্রিল ৯, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   ইসরাইলের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।

গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে শহীদ সোহরাওয়ার্দী (সাবেক বেগম খালেদা জিয়া) মেডিকেল কলেজ ছাত্রদলের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন,
বিএনপি প্রতিষ্ঠাই হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে তিনি বলেন, যেভাবে ভারতের পণ্য বয়কটের ডাক দিয়ে আমরা পতন নামিয়েছি; তেমনি ইসরায়েলি পণ্য বয়কট করবো আমরা।

ডাঃ আউয়াল বলেন, “গাজা ও রাফাকে মুসলিমশূণ্য করে দেয়ার মিশনে নেমেছে ইসরাইল। কিন্তু তাদের এই মানবতাবিরোধী মিশনকে তীব্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সাধারণ মানুষ। তারা ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছে। আমরা সেটিকে সমর্থন করি।”

তিনি আরও বলেন, “এই স্বৈরাচার আওয়ামী লীগ বিএনপি ও ছাত্রদলকে দমন করার জন্য ইসরাইল থেকে পেগাসাস স্পাইওয়্যার এনে আড়ি পাতার মতো মানবতাবিরোধী অপরাধ করেছে তারা। তার বিপরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ন্যায় ফিলিস্তিনের মুসলিমদের পাশে দাঁড়িয়ে বিশ্বনেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারই নির্দেশনায় আজ সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদের অংশ হিসেবে বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজেও বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য ছাত্রদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি তাওহীদুল ইসলাম সৈকত। এছাড়া উপস্থিত ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব, মো:মহসীন আলী, মাহিরুল ইসলাম মাহির, নয়ন হোসেন, আরিফ হোসেন সৈকত, জিদ্দান আদনান, মোসাদ্দেক হোসেন সৌরভ, রাফিন আহমেদ সহ আরো অনেকে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।