ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

এ যেনো একটুকরো জাফলং


এপ্রিল ৩, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:   বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীর একাংশ এখন ভ্রমণপ্রেমীদের নতুন আকর্ষণে পরিণত হয়েছে। এখানে ভ্রমণ পিপাসুদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। ঈদের ছুটিতে দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসছেন ভ্রমণ পিপাসুরা। স্থানীয়রা বলছেন এ যেন এক টুকরো ‘নতুন জাফলং’। কারণ নদীর স্বচ্ছ জল, বালুময় তীর যেন সিলেটের বিখ্যাত জাফলংয়েরই এক প্রতিচ্ছবি তৈরি করেছে। প্রাকৃতিক রূপে মুগ্ধ স্থানীয় সহ ভ্রমণ পিপাসুরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাম্প্রতিক সময়ে বাঙালি নদীর সংস্কার করা হচ্ছে এবং কিছু অংশে পলি জমে যাওয়ার ফলে স্বচ্ছ পানির প্রবাহ সৃষ্টি হয়েছে। নদীর তলদেশে বালুর স্তর ও ছোট ছোট কুচি পাথর তৈরি হয়েছে, যা দেখতে অনেকটা জাফলংয়ের পানির শ্রোতের মতো। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভ্রমণপ্রেমী মানুষ এখানে আসতে শুরু করেছেন। প্রতিদিনই ভ্রমণপিপাসুদের আনাগোনা বাড়ছে।

স্থানীয় বাসিন্দা রহিম প্রামাণিক বলেন, ‘আমরা ছোটবেলা থেকে এই নদী দেখে আসছি, দীর্ঘ প্রায় ২০ বছরে এমন রূপ আগে কখনো দেখিনি। নদীর পানি এখন খুবই স্বচ্ছ, আর জায়গাটি পিকনিকের জন্য দারুণ হয়ে উঠেছে।’ শুধু স্থানীয়রাই নন, আশপাশের উপজেলা থেকেও দর্শনার্থীরা এখানে আসছেন। কেউ নৌকা ভ্রমণ করছেন, কেউবা নদীর পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

সুঘাট ইউনিয়নের ১নং প্যানেল চেয়ারম্যান নুরুন নবী হিটলার বলছেন, জায়গাটি যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে এটি অস্থায়ী পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এখানে পর্যটন সুবিধা বাড়ানো গেলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। ”বগুড়া সদর উপজেলা থেকে ভ্রমণ করতে আসা সাব্বির ভুঁইয়া বলেন, “বগুড়ার শেরপুরের বুকে ‘নতুন জাফলং’ হিসেবে পরিচিতি পাওয়া এই জায়গাটি সত্যিই অসাধারণ। তারা বন্ধু-বান্ধব মিলে প্রায় দশজন বগুড়া শহর থেকে এখানে ঘুরতে এসেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।