আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাসাইল শাখার উদ্যোগে পবিত্র মাহে রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭মার্চ) সন্ধ্যায় হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন “শেষ ঠিকানা” মার্কেটে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সাবেক সিনেট সদস্য মুন্সীগঞ্জ-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা অধ্যাপক এবিএম ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা শূরা সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা একেএম ইউসুফ, টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল বারী।
হাসাইল বানারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ হোসেন খান এর সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম আযম এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন পাচগাও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো: শহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুস সালাম,হাসাইল বানারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী হাবিব ঢালী,মো: ইমরান হোসাইন, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মাসুদ রানা সহ আরো অনেকে।