ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

ডেমরায় সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত


মার্চ ১৮, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধিঃ রাজধানী ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে মীরপাড়া সিএনজি পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম মো. ওবায়দুর রহমান। সে যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়ার মুন্সি বাড়ির আব্দুর রব মুন্সীর ছেলে।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জীবন জানান, মীরপাড়া সিএনজি পাম্প এলাকায় মোটরসাইকেল আরোহী ওবায়দুর রহমানকে ওয়াসিম পরিবহন নামে একটি বাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।