মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিজ ভারাটিয়া বাসায় নিয়ে দুই শিশুকে একসাথে ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পুলিশ সেকান্দর আলী চোকদার (৬৫) নামের বৃদ্ধকে আটক করছে।
সে পাশের টঙ্গিবাড়ী উপজেলার সেরজাবাদ গ্রামের মৃত ইসমাইল চোকদারের ছেলে। আটক বৃদ্ধ চর মুক্তারপুর গ্রামের ইদ্রিস আলীর বাড়ির ভাড়া থেকে সালসা নামক শরবত বিক্রয় করে। ভিক্টিম দুই শিশু যাদের বয়স ৮ ও ১০ বছর। এদের একজনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন , অপরজন মুন্সীগঞ্জ সদর উপজেলায় । এরা তাদের পিতা মাতার সাথে সদর উপজেলার চর মুক্তারপুর গ্রামের ক্রাউন সিমেন্টের দুই নং গেট সংলগ্ন মনির মাদবর এর বাড়ির ভাড়া থাকতো। গত ২মার্চ বৃদ্ধ অভিযুক্ত সেকান্দর খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়া তার ভারাটিয়া বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন শুক্রবার ( ৭ মার্চ) রাত ৯ টার দিকে ওই বৃদ্ধকে আটক করে ৯৯৯ কল করলে পুলিশ চর মুক্তারপুর গ্রামের মনির মাতবরের ভাড়াটিয়া বাড়ি হতে বৃদ্ধ ও ভিকটিমদেরকে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম সকাল বলেন, আটক বৃদ্ধ খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একই সময়ে দুই শিশুকে ধর্ষণ করে। ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমরা বৃদ্ধকে আটক ও ভিকটিমদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। বৃদ্ধর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ভিকটিমদের মেডিকেল পরিক্ষা আদালতে জবনবন্দির প্রক্রিয়া চলছে।