ঢাকাশুক্রবার , ৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামী গ্রেপ্তার


মার্চ ৭, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের নবীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্তসহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি হলো-নবীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের আঃ রহিমের পুত্র রোকন মিয়া (২৭) ও হরিধরপুর গ্রামের মোতাব্বির ওরফে মতব্বির মিয়ার পুত্র আমির হোসেন (৩২)।

নবীগঞ্জ থানার জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামীকে এক বছরের সশ্রম কারাদন্ড পাঁচ হাজার টাকা জরিমানা ও পনেরো দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এবং জিআর মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: কামাল হোসেন পিপএম এর দিকনির্দেশনায় ও এসআই সিদ্দিকুর রহমান, এএসআই রুহুল আমিনের সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ ভিত্তিতে রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক ও পরোয়ানা ভুক্ত আসামি ২জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি)মো: কামাল হোসেন পিপিএম।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।