ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে সমতা ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, চিকিৎসকের গাফিলতির অভিযোগ


মার্চ ৬, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:   গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার পশ্চিম চৌমাথায় অবস্থিত সমতা ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে শারমিন নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসকের গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ করেছেন স্বজন ও স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন চিকিৎসার জন্য সমতা ক্লিনিকে ভর্তি হন। চিকিৎসা চলাকালে ভুল ওষুধ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা। এর কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত শারমিনের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, “ডাক্তার ও নার্সদের অবহেলার কারণেই শারমিনের মৃত্যু হয়েছে। তারা ভুল ওষুধ প্রয়োগ করেছেন। আমরা এর সঠিক বিচার চাই।”এ বিষয়ে সমতা ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা যথাযথ নিয়ম মেনেই চিকিৎসা দিয়েছি। কোনো ভুল চিকিৎসা হয়নি। রোগীর শারীরিক অবস্থা আগে থেকেই গুরুতর ছিল।”

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে, রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্লিনিকের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।