ঢাকাশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

গোমস্তাপুরে কৃষক দলের উন্মুক্ত কর্মীসভা অনুষ্ঠিত


ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

হামিদুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:   চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষক দলের উন্মুক্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ পৌরসভার কর্মী সম্মেলন সম্পূর্ণ করার লক্ষ্যে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) রাতে রহনপুর ধুলাউড়িতে উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সেন্টু), রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক তোহরুল ইসলাম,রহনপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জোহরুল ইসলাম, সাধারণ সম্পাদক, সাদিকুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, বাঙ্গাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নয়ন আলী, রাধানগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মসিদুর রহমান, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান চৌডালা ইউনিয়ন কৃষক দলের সভাপতি, আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক বাইরুল ইসলাম, প্রমূখসহ ৮টি ইউনিয়ন ও ১ টি পৌর সভার কৃষক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।কর্মীসভায় কৃষক দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের উন্মুক্ত আলোচনা করা হয়। এবং ইউনিয়ন ও পৌর সভায় কৃষক দলের কমিটি শীঘ্রই গঠন করা হবে বলে জানান উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।