ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

ভারত ‘পলাতক স্বৈরাচারকে’ মনে রেখেছে, বাংলাদেশের মানুষকে নয়: তারেক রহমান


ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   “ভারতকে যা দিয়েছি… সারাজীবন মনে রাখবে,” ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্ধৃতির উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ভারত শুধু পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি।”মঙ্গলবার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচির শেষ দিনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মি. রহমান।তিনি বলেন, “বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে সকল অন্যায্য চুক্তি পুনর্মূল্যায়ন করা দরকার।”বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেবে বলেও জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।পানির ন্যায্য হিস্যার আদায় করতে বাংলাদেশকে জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে যেতে হবে, যোগ করেন মি. রহমান।বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ওই অঞ্চলের পাঁচ জেলা জুড়ে তিস্তা পাড়ের ১১টি পয়েন্টে দুদিনের অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।