ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

ধামরাইয়ে বড়ই পারার কথা বলে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধা


ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার) প্রতিনিধি:   ঢাকার ধামরাইয়ে মাদ্রাসা ছাত্রী (৮) কে গাছ থেকে বড়ই পারার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে ধামরাই থানার উপ পরিদর্শক মো. আতাউল বাবু ধর্ষনের অভিযোগে আবুল হোসেনকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত আবুল হোসেন ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিউয়নের শিয়ালকুল গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।ধামরাই থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে আবুল হোসেন ভিক্টিমকে বড়ই পাড়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকার স্থানীয়রা জানলে আবুল হোসেনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়।ভুক্তভোগীর মা জানায়, তার মেয়েকে অভিযুক্ত আবুল ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। আমার মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন এসে আবুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। আমি খবর পেয়ে মেয়েকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।এ বিষয়ে ধামরাই থানার উপ পরিদর্শক মো.আতাউল বাবু জানান, এঘটনা শুনে অভিযুক্ত আবুল হোসেনকে জনতার কাছ থেকে আটক করে থানায় নিয়ে আসি। আবুল হোসেন কে গণধোলাই দেওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।