বেড়া (পাবনা) প্রতিনিধি: বেড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বেড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ, র্যালি, লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কাজিরহাট স্কুল মাঠের সামনে থেকে সমাবেশ ও লিফলেট বিতরণের শেষে এক বিশাল মিছিল কাজিরহাট বন্দর এলাকা প্রদক্ষিন করে এই কর্মসূচি শেষ হয়।বেড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সামছুল রহমান সমেজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বেড়া উপজেলা বি়এনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইজ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখের বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ লুৎফর রহমান, ঢালারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মোঃ টিপু, বেড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রাজ্জাক ফকির, সদস্য সচিব মোঃ সানোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক, বাতেন ফকির, বেড়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মেহেদী মান্নান,পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা, জাতসাকিনি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের, মোল্লা শরিফ, ছাত্র নেতা রাসেল শেখ, মোমিন, খোকন প্রমুখ।এসময় প্রধান অতিথি মোঃ রইজ উদ্দিন আহমেদ বলেন,‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো নতুন করে বাস্তবায়নে যে ৩১ দফার পরিকল্পনা করছেন তা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে। স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতি উত্তরণ হবে।তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বুকের তাজা রক্ত দিয়ে এদেশের যে কাঠামো গঠন করে গেছে তা ওই খুনি ফ্যাসিস্ট হাসিনা ধ্বংস ও ও ভঙ্গুর করে দিয়েছে, প্রতিটি সেক্টর কে গোলামে পরিণত করে রেখে দিয়েছিল। আমাদের প্রবাসী ভাইরা রেমিট্যান্স পাঠায় তা পাচার করে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে দিয়েছিল এবং রাষ্ট্রকে ঋণগস্থ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে গিয়েছে। তাই রাষ্ট্র বিনির্মাণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে উৎসাহী করেন।