রাবি প্রতিনিধি: রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।পরে সেই ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা সময় এ ঘটনা ঘটে।আটক হওয়া ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান রাজশাহীর বাগমারা থানার আবদুল খালেকের ছেলে এবং রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।খোঁজ নিয়ে জানা যায়, আজ বেলা আড়াইটার দিকে মুসলিম ছাত্রাবাসের সামনে সামনে এক চায়ের দোকানে সন্দেহজনকভাবে অবস্থান করছিল মো. আতিকুর রহমান। সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি নজরে এনে তাকে ছাত্রাবাসে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ ও মারধর করে পুলিশে সোপর্দ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আতিক মুসলিম ছাত্রাবাসের বি-ব্লকে থাকতেন। তখন থেকেই তিনি শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানি চালিয়ে আসছিলেন। তার মোবাইল ফোন ঘেঁটে দেখা গেছে, তিনি এখনো নিয়মিত ছাত্রলীগের বিভিন্ন পোস্ট শেয়ার করেন এবং সংগঠনটির বিভিন্ন গ্রুপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।রাজশাহী কলেজের ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মীদের কোনোভাবেই কলেজ ক্যাম্পাসে বা ছাত্রাবাসে থাকার সুযোগ দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আতিকুর রহমানকে আটক করা হয়েছে, যা প্রশংসনীয়। ভবিষ্যতে এমন কাউকে দেখলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক মু. যুহুর আলী বলেন, ‘আমাকে ছাত্ররা ফোন দিয়ে বলেছে, একজন ছাত্রলীগ কর্মীকে সাধারণ শিক্ষার্থীরা ধরে আটকে রেখেছে। আমি তখন সঙ্গে সঙ্গে থানায় ফোন দিয়ে পুলিশ যেতে বলি। পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।’বোয়ালিয়া থানার ডিউটি অফিসার খাতামুন আম্বিয়া বলেন, আতিকুরকে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি।