রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জীবনযাত্রা সহজ ও স্মার্ট ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বিন স্থাপন করে ইয়োর ক্যাম্পাস। গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের সহায়তায় বিন স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব ড. সালেহ হাসান নকীব , উপ উপাচার্য ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, ছাত্র উপদেষ্টা ড. মো.আমিরুল ইসলাম, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ জামিরুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মর্জিনা বেগম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফারাহা নওয়াজ, গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির,ইয়োর ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিলজার রহমান, ইয়োর ক্যাম্পাসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান জনসংযোগ কর্মকর্তা মোঃ ইসতিয়াক উদ্দিন, ইয়োর ক্যাম্পাসের ক্যাম্পাস অ্যাম্বাসিডর আবু সাহাদাৎ বাঁধন, গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান অন্তর,সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব, গ্রীন ভয়েস রাবি শাখার বর্তমান সভাপতি মাহিন আলম সহ প্রমূখ।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সালেহ হাসান নাকীব বলেন, ইয়োর ক্যাম্পাস এবং গ্রীন ভয়েসের এই কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই। ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এই কার্যক্রম উল্লেখযোগ্য ভুমিকা রাখবে বলে আমি মনে করি। ভালো কাজের সাথে সর্বদা আমাকে পাশে পাবেন ইন শা আল্লাহ।
ইয়োর ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিলজার রহমান বলেন, অবশেষে অফিসিয়াল জার্নি শুরু হলো আমার স্বপ্নের আরেকটা প্রজেক্ট এর। স্মার্ট বিন নিয়ে কাজ শুরু করেও এফেক্টিভনেস এর কথা চিন্তা রাজকরে খুব সিম্পল বিন বসানো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
এটা আসলে কি? আমরা চাই কালেক্টেড প্লাস্টিক বটলস রিসাইকেল করে প্রাপ্ত অর্থ ওই ক্যাম্পাসেই পরিস্কার পরিচ্ছন্নতার কাজে খরচ করতে। একটা সিএসআর টাইপের প্রজেক্ট আর কি।
বছরে প্রায় ২০ লাখ বতল বেভারেজ বিক্রি করি আমাদের ভেন্ডিং মেশিন এর মাধ্যমে। এর কিছু অংশও যদি রিসাইকেল করতে পারি, দিনশেষে অন্তত বলতে পারবো, আমরাও চেষ্টা করেছি আমাদের সাধ্যমত।ইনশাল্লাহ একে একে সব ক্যাম্পাসেই ছড়িয়ে যাবে আমাদের বিন। একজন শিক্ষার্থীকেও যদি সচেতনতা করতে পারে আমাদের বিন তাহলেই সার্থক মনে করবো নিজেদের।
প্রসঙ্গত, ইয়োর লন্ড্রি, স্ন্যাকস ও বেভারেজ ভেন্ডিং মেশিন,ইয়োর সাটল,ইয়োর ক্যারিয়ার সেবাগুলো নিয়ে শিক্ষার্থীদের জীবনযাত্রাকে সহজ করতে কাজ করে যাচ্ছে আইওটি-ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়োর ক্যাম্পাস। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কিছু সেবা যেমন ইয়োর স্মার্ট লকার সার্ভিস, সর্বোচ্চ কম মূল্যে বাস টিকিট, সবচেয়ে কম মূল্যে ইন্টারনেটের ডাটা প্যাক, সার্ভিস চার্জ ছাড়া স্টুডেন্ট ব্যাংক একাউন্ট ওপেনিং ইত্যাদি নিয়ে কাজ চলছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের জীবনযাত্রা সহজ ও স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলতে আইওটি-ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়োর ক্যাম্পাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।