মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শীত নিবারণের জন্য রাতের বেলায় উপজেলার বিভিন্ন বাজারে রাস্তায় শুয়ে থাকা দিনমজুর ও ফুটপাতে বসবাসকারী এবং বাজারের লেবারদের মাঝে কম্বল বিতরণ করেছেন টঙ্গীবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকরা। তাদের এমন উদ্যোগে প্রকৃত উপকার ভোগীরাই উপকৃত হচ্ছেন বলেন বলে মনে করেন এলাকাবাসী ও বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা।টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (৫ফেব্রুয়ারী )সন্ধা ৭টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত, উপজেলা সদর ও হাসাইলের বিভিন্ন এলাকা ঘুরে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ-ই-হাসান তুহিন,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ,সাবেক সভাপতি ব.ম শামীম,সাধারণ সম্পাদক মো: রনি শেখ,টঙ্গীবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপন সরদার, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সংবাদকর্মী শ্রীকান্ত সহ টঙ্গীবাড়ী প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।