ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

ফ্যাসিস্টদের প্রমোশন দিয়ে পুনর্বাসন ও বিচার না করার প্রতিবাদে বিক্ষোভ


ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রাবি প্রতিনিধি:   ফ্যাসিস্টদের প্রমোশন দিয়ে পুনর্বাসন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন-হলসমূহের নাম পরিবর্তন ও ফ্যাসিস্টদের বিচার না করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে গণঅভ্যুত্থান মঞ্চ। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি)দুপুর সাড়ে ১২ টা সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় জোহা চত্বরে এ প্রতিবাদ সমাবেশ করে ।এসময় সমাবেশে গণঅভ্যুত্থান মঞ্চের নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সারা বাংলাদেই স্বৈরাচার হাসিনা সরকার ও তাদের দোসরদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমনটা আমরা দেখতে পাচ্ছি না। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে যে প্রশাসন আজ বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে, তাদের সাথে এহেন অবস্থা কোনোভাবেই মানানসই নয়। তার উপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও আবাসিক হলসমূহের নাম এখনো স্বৈরাচার ও তার পরিবারের নামে রয়ে গেছে। যা কখনো কাম্য নয়।পরে নেতারা আরো বলেন, ফ্যাসিস্ট ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম ইন্টেরিম সরকার বাতিল করেছে। পাশাপাশি আমরা এও অবগত হয়েছি যে ফ্যাসিস্টদের বিচার দূরে থাক তাদেরকে প্রমোশন দিয়ে পুনর্বাসনের সুযোগ প্রদান করা হচ্ছে।সমাবেশ শেষে নেতারা তিনটি দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট পেশ করেছে। দাবি গুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট ও তাদের দোসর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের বিচার নিশ্চিত করতে হবে।ফ্যাসিস্টদের প্রমোশন অনতিবিলম্বে স্থগিত করতে হবে। ফ্যাসিস্ট ও তাদের পরিবারের সদস্যদের নামে থাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন, আবাসিক হলসমূহের নাম পরিবর্তন করে সেবার মান বৃদ্ধি করতে হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।