ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

ভালুকায় ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদনের দাবিতে মানববন্ধন


ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:   ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটিতে সভাপতি পদে জেলা প্রশাসক বরাবর প্রধান শিক্ষকের প্রস্তাবিত তালিকা অনুমোদনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এলাকাবাসীর আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।জানা যায়, উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক মোহাম্মদ শফিকুল ইসলাম, মুহাম্মদ মাহবুবুল ইসলাম ও মোঃ ছাইদুর রহমান তিনজনের নাম প্রস্তাব করেন। কিন্তু কমিটিতে প্রস্তাবকৃত ব্যক্তিদের রেখে ভরাডোবা এলাকার বাইরের একজনের নাম দিয়ে কমিটি অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়। যা এলাকার লোকজন মেনে নিতে পারেনি। জনমনে ক্ষোভ বিরাজ করে। তারা এলাকার বাইরের কাউকে কমিটিতে চান না।ভরাডোবা এলাকার মফিজুল ইসলাম দুলু বলেন, আমাদের ভরাডোবা স্কুলে সব সময় দেখে আসছি স্থানীয় লোকজন সভাপতির দায়িত্ব পালন করেন। বাইরের কেউ এসে দায়িত্ব পালন করতে পারবে না। তাই আমরা প্রধান শিক্ষক প্রস্তাবকৃত স্থানীয়দের মধ্য থেকে সভাপতি করার দাবি জানাই।অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সরকারি প্রজ্ঞাপন ও নিয়মের বাইরে কাউকে সভাপতি করলে এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ সেটা কোনো ভাবেই মেনে নিবে না। স্কুলের ৫২ বছরের ইতিহাসে বহিরাগত কেউ সভাপতি ছিলো না। তাই নিয়ম মেনে প্রধান শিক্ষকের প্রস্তাবিতদের থেকে সভাপতি করা হোক।এবিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলাম জানান, বিষয়টা কর্তৃপক্ষের বিষয়। প্রধান শিক্ষক নাম প্রস্তাব করেন সেখান থেকে কর্তৃপক্ষ একজনকে দায়িত্ব দেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।