লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরশহরে ৫৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুল হাসান (জিহাদ) নামে একজনকে আটক করেছে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জিহাদ লক্ষ্মীপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এর মোঃ জসিম উদ্দিনের ছেলে।বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা ডিবির পরিদর্শক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ২৮ জানুয়ারী রাত আনুমানিক ১২ টায় সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের সুলতান মুন্সি বাড়ি থেকে তাকে আটক করা হয়।ডিবির পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, গোপন সূত্রের ভিত্তিতে পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে মাহমুদুল হাসান জিহাদকে আটক করা হয়। তার কাছ থেকে অভিনব পদ্ধতিতে রাখা “লেডিস হাই স্যু” এর ভিতর হতে ৫৪০০ (পাঁচ হাজার চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট যার মূল্য আনুমানিক ১৬ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে, তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে কক্সবাজার-চট্টগ্রামসহ একাধিক এলাকা হতে ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের মধ্যে উচ্চমূল্যে মাদকদ্রব্য বিক্রয় করে ছিলেন বলে জানায়।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।