ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে দিনব্যাপী আয়োজিত হয়েছে কাবাডি প্রতিযোগিতা


জানুয়ারি ২৫, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:   এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এমন স্লোগান কে সঙ্গে নিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে উপজেলা পর্যায়ে দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (২৫ জানুয়ারী) বিকালে ফাইনাল খেলার ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি অভি দাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: মাহামুদুল ইসলাম চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ্যাড মহসিন কবির স্বপন, ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

ফাইনাল খেলায় মান্দারী ইউনিয়ন বনাম ভবানীগঞ্জ ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ভবানীগঞ্জ ইউনিয়ন জয়লাভ করে। এর আগে সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে খেলায় উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন মোকাবেলা করে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।