ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধার সেই ভন্ড পীরের আস্তানায় প্রশাসনের অভিযান


জানুয়ারি ২৫, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:   গাইবান্ধার সাদুল্লাপুরের সেই কথিত ভন্ড পীরের আস্তানা ‘দরবার শরীফে’ অভিযান চালিয়েছে পুলিশ ও প্রশাসন।যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর পরই শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের দরবার শরীফে অভিযান চালানো হয়।এই অভিযানে নেতৃত্ব দেন সাদুল্লাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন। এসময় ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার, থানা পুলিশ ও এলাকাবাসীসহ বিভিন্ন মানুষ উপস্থিত ছিলেন।তবে অভিযান টের পেয়ে আগেই পালিয়ে যান কথিত ভন্ড পীর জুলফিকুর রহমান বিপ্লব। অভিযানে তার আস্তানায় তল্লাশী চালানোসহ দরবার শরীফে থাকা পতাকাসহ বিভিন্ন সরঞ্জাম খুলে ফেলা হয়।আগামিকাল রবিবার দুপুরের মধ্যে আস্তানার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। অন্যথায় ভন্ড পীর জুলফিকুর রহমান বিপ্লবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দীন।এদিকে, দরবার শরীফের আড়ালে ভক্ত-শিষ্যর আস্তানা গড়ে তুলে অপচিকিৎসার বিরুদ্ধে প্রশাসনের অভিযানে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। তবে অভিযুক্ত কথিত ভন্ড পীর জুলফিকুর রহমান বিপ্লবসহ তার দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।উল্লেখ, গত ৭-৮ বছর ধরে কথিত পীর বিপ্লব তার নিজ বাড়িতে সাজানো-গোছানো আস্তানায় চিকিৎসার নামে চালাচ্ছেন রমরমা ব্যবসা। তার দালাল সিন্ডিকেট চক্রের অপপ্রচারের কারণে প্রতিদিনেই আস্তানায় চিকিৎসার জন্য এসে প্রতারণার শিকার হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সহজ-সরল নারী-পুরুষ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।