বেড়া উপজেলা প্রতিনিধি: বেড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ এর ৩৭ তম বার্ষিক সাধারন সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বেড়া পল্লী উন্নয়ন বোর্ড হলরুমে উপজেলা ফকিরকান্দি কৃষক সমবায় সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুজ্জামান যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কদ্দুস, পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ব্যবস্থাপক আতিকুর রহমান শামীম,প্রমূখ। সকালে সমিতির জাতীয় পতাকা ও সমিতির পতাকা উড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩৭ তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন। পরে উপজেলার ৭৫ জন সমবায়ী প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি বক্তব্য রেখে বলেন, সমবায়ের মাধ্যমে দরিদ্র্য জনগোষ্ঠী দারিদ্র্য বিমোচন করে নিজের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন। তিনি সমবায়ী প্রতিষ্ঠা বাংলাদেশ মিল্ক ভিটা সমবায় সমিতির উদাহরণ টেনে বলেন, এ উপজেলা ও পাশের উপজেলা অল্প সংখ্যক মানুষ সেদিন বাঘাবাড়ি কেন্দ্রিক মিল্কভিটা সমিতির কার্যক্রম শুরু করেছিলো।যেটি আজ দেশের মধ্যে একটি অন্যতম সমবায়ী সংগঠন। প্রতিটি সমবায়সমিতি সংগঠক ও সদস্যদের এমন উদ্দেশ্য নিয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এগিয়ে গেলে তার পরিবার সেমন দারিদ্র্যতা দুর করতে পারবে তেমনি দেশ হবে দারিদ্র্যমুক্ত। সভায় উপস্থিত সমবায় প্রতিনিধিরা তাদের বিগত বছরের সফলতা ও ব্যর্থতা তুলেধরে ভবিষ্যৎ কর্মপন্থা ও দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।