ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জের দুই সাংবাদিক সুমন ও লিখন জেলহাজতে


জানুয়ারি ২২, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:   গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের দুই সাংবাদিক রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল (সুমন) ও নূর মোহাম্মদ রায়হান ফরহাদ লিখনকে জেলহজেতে প্রেরণ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।মঙ্গলবার (২১ জানুয়ারি, ২০২৫) দুপুরে হাইকোর্ট থেকে আগাম জামিনে থাকা ওই দুই সাংবাদিক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল (সুমন) বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল ‘গোবি খবর’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং দৈনিক সকালের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি। অপরদিকে নূর মোহাম্মদ রায়হান ফরহাদ লিখন দৈনিক আলো প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (৪১৫) সদস্য ও গোবিন্দগঞ্জ চৌকি আদালতের শিক্ষানবীশ আইনজীবী।প্রসঙ্গত, ২০১৪ সালের ঘটনায় ১১ বছর পর ২০২৪ সালের ১৪ নভেম্বর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধানের ছেলে তাহারাত তানভীর প্রধান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে দুই সাংবাদিকসহ ১১জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে নিঃশর্ত মুক্তি দাবিতে গত বুধবার (২০ নভেম্বর,২০২৪) দুপুরে বিশুবাড়ী বাজার এলাকায় বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন করে এলাকাবাসী ও স্বজনরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।