মনোরঞ্জন রায় ( পঞ্চগড়) জেলা প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৫টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২১-জানুয়ারী) সকাল আনুমানিক সাড়ে আটটার সময় মালিক বিহীন অবস্থায় গরুগুলো আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধীনস্থ পঞ্চগড়- নীলফামারী সীমান্তে অবৈধ চোরাচালান দমনে নিয়মিত অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধীনস্থ পঞ্চগড় সীমান্তের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। ঘাগড়া বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মোঃ রহমতুল কবির এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫২/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে, মালিক বিহীন অবস্থায় গরু ৫টি আটক করেন। এ বিষয়ে নীলফামারী ব্যাটেলিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান রোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান বন্ধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানোর বিরুদ্ধে বিজিবি’র এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।