গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এঁর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৯ জানুয়ারী রবিবার, এ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বাদ আসর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবিব রফিক,পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনু,সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন,সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, আব্দুল মান্নান সেন্টু প্রমুখ।এছাড়াও এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।