ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫

বাইডেন প্রশাসনের হাজারো কর্মীকে বরখাস্ত করবেন ট্রাম্প


জানুয়ারি ২১, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের হাজারো কর্মকর্তা চাকরি খোয়াবেন বলে ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার শপথ গ্রহণের পর থেকেই মার্কিন নীতিতে উলট পালট শুরু করেছেন তিনি। এরই মধ্যে দেড়শর বেশি নির্বাহী আদেশে সই করেছেন রিপাবলিকান ওই নেতা। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের প্রত্যাবর্তনে বিশ্বজুড়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক বাঁক পরিবর্তন দেখতে পাবে পৃথিবীবাসী। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়ে বলছে, নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে আমাদের প্রথম দিনের কাজ এখনো শেষ হয়নি। তিনি জানান, হোয়াইট হাউসে বাইডেন প্রশাসনের আমলে নিয়োগ পাওয়া এক হাজারের বেশি কর্মী আছেন যারা আমেরিকাকে আবারও মহান দেশে পরিণত করার লক্ষ্যের সঙ্গে একাত্ম নন। আমার প্রেসিডেন্সিয়াল কার্যালয়ের কর্মকর্তারা এসব কর্মীকে চিহ্নিত করার ও সরিয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করছেন বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেন, তবে আপাতত আমি এই চারজনকে ছাঁটাই করছি। সামনে আরও অনেকের ভাগ্যে একই নিয়তি আছে। এটাই তাদেরকে বরখাস্ত করার আনুষ্ঠানিক নোটিশ। প্রেসিডেন্টের ক্রীড়া, সুস্থতা ও পুষ্টি বিষয়ক কাউন্সিলের কর্মী হোসে আন্দ্রেস, জাতীয় অবকাঠামো উপদেষ্টা কাউন্সিলের মার্ক মিলি, উইলসন সেন্টার ফর স্কলার্সের ব্রায়ান হুক ও প্রেসিডেন্টের রপ্তানি কাউন্সিলের কেইশা ল্যান্স বটমসকে বরখাস্ত করেছেন ট্রাম্প।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।