ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধায় বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের


জানুয়ারি ১৮, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:   পারিবারিক বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে মারপিটে নিহত হলেন ইউপি সদস্য। শুক্রবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইউপি সদস্য আব্দুল জোব্বার বোয়ালি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নশরৎপুর গ্রামের মৃত খেজর উদ্দিনের ছেলে।নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে ইউপি সদস্য আব্দুর জোব্বারের প্রতিবেশী ওয়ারেছ আলীর প্রবাসী ছেলে ময়নুলের স্ত্রীর সাথে শাশুড়ি জোবেদা ও ননদ ফারহানা বেগমের বিবাদ হয়।বিষয়টি নিষ্পত্তির জন্য প্রতিবেশীরা ওই ইউপি সদস্যকে ডেকে আনলে আলোচনার এক পর্যায়ে ওয়ারেছের পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে আব্দুল জোব্বার কে মারধর করে। খবর পেয়ে নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।নিহতের নাতি জাহিদ (১৪) জানায়, ময়নুলের মা ও বোনের পাশাপাশি রোজিনা ও তার মেয়েও তার নানাকে শারীরিকভাবে আঘাত করেন।নিহতের পরিবার ও স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।এব্যাপরে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।