নিজস্ব প্রতিনিধি: আজ ১৭ জানুয়ারী অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অন্তর্গত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের মেইন গেইটের সামনে হেল্প ডেস্ক স্থাপন করে আগত শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের জরুরী প্রাথমিক চিকিৎসা,খাবার পানি ও ওষুধ বন্টন করা হয়।এ উদ্যোগের পেছনের কারিগর ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।সরেজমিনে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সামনের গেটে গিয়ে দেখা যায়, হেল্প ডেস্কের সামনে অভিভাবকদের উপস্থিতি।অনুষ্ঠান উদ্বোধন করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র, কেন্দ্রীয় ছাত্রদলের অন্যতম সহ-সভাপতি, সময়ের জনপ্রিয় মুখ-ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।সুদূর নড়াইল থেকে আগত শিক্ষার্থী মাসুম এর পিতা বলেন,”নি:সন্দেহে এটি প্রশংসনীয় উদ্যোগ।পুরোটা সময় আমি ছাত্রদলের এই প্যান্ডেলেই বসে ছিলাম।এখান থেকে পানি খেয়েছি,উপস্থিত অনেকেই খেয়েছে।ছেলেগুলোর জন্য দোয়া করি।”শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাবকে এই আয়োজন সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানান,”জনগণকে ভালোবাসা, জনগণের আস্থায় এসে মানবকল্যাণে রাজনীতি করবার ট্রেডিশন আমরা নতুনরা শুরু করবো ইনশাআল্লাহ।আমরা এই মাটিকে দ্বিতীয়বার স্বাধীন করেছি,সংস্কার ও আমাদের হাত ধরেই আসবে ইনশাআল্লাহ।”উপস্থিত ছাত্রনেতা খোন্দকার সিফাত উল হক জানান,”মানুষকে সেবা করতে পেরে আমরা আনন্দিত।ছাত্রদলের রাজনীতি জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে পরিচালিত হবে ইনশাআল্লাহ।”শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শেখ তাওহীদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক মো ইমরান হোসেনের নির্দেশনায় এই হেল্প ডেস্কে চিকিৎসা প্রদান করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সর্বমোট ২০ জন স্বেচ্ছাসেবী ও ডাক্তার।