ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

মুন্সীগঞ্জে ভূমিহীনদের খাস জমি দখল করার অভিযোগ


জানুয়ারি ১৬, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:   পদ্মানদীর ভাঙ্গনের স্বীকার হয়ে বসতভিটা হারিয়ে প্রায় ৪০ বছর পূর্বে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের রজত রেখা নদীর পাশে জেগে ওঠা চরে আশ্রয় মিলে ভূমিহীন বারেক মোল্লা,রিদয় মোল্লা,নাজিম বেপারী, শাহিন মোল্লা সহ প্রায় ১৫-২০টি পরিবারের। দীর্ঘ ৩৫ বছরেও এখানে কেউ তাদের কে বাধা দেয়নি তবে ইদানীং তাদের প্রতিবেশি আজিজুল বকাউল গংরা সরকারি খাস জমি গুলো তাদের দাবী করে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন এখানে আশ্রয় নেওয়া অন্যান্য পরিবার গুলো। আশ্রয় নেওয়া শাহা মোল্লার ছেলে শাহিন মোল্লা বলেন, ৪০ বছর আগে পদ্মা নদীতে যখন আমাদের সব কেরে নেয় তখন দিঘিরপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ মূলচর
রজত রেখা নদীর কালিদাসের রাস্তায় আমরা অসহায় অবস্থায় আশ্রয় নেই। কখনো কেউ কিছু বলেনি। কিছুদিন পূর্বে আমার মায়ের থাকার ঘরটি ভেঙ্গে গেলে নতুন করে উঠাতে যাই এসময় আমাদের প্রতিবেশি আজিজুল বকাউল, তার ভাই হুন্ডি ব্যবসায়ী মিজান বকাউল,ছেলে এনামুল বকাউল, নাজমুল বকাউল গংরা আমাদের ঘর তোলতে বাধা দেয়। এই জমি তাদের দাবী করে এখান থেকে ঘর ভেঙ্গে অন্য জায়গায় চলে যেতে বলেন। অথচ এই আজিজুল বকাউল গংরাও এই সরকারি জমিতে আশ্রয় নিয়েছেন। তিনি আরও বলেন, আজিজুল বকাউল গংরা অবৈধ কাজ কর্ম করে অনেক টাকার মালিক হয়ে ক্যাডার বাহিনীদের সাথে সম্পর্ক গড়ে আমাদের হুমকি ধমকি দিয়ে আসছেন। আমরা সরকারি জমিতে আশ্রয় নিয়েছি সরকার যেদিন এই জমি ছেরে দিতে বলবে সেদিন চলে যাবো।কোনো ক্যাডার বাহিনীর কথায় আমরা এই জমি ছাড়বোনা।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আজিজুল বকাউল এর সাথে যোগাযোগ করার জন্য তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।