টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সুবচনী গ্রামে অন্যের জমিতে জোর করে ভবন নির্মাণ করতে থাকা কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আদালতের নিষেধাজ্ঞা ভিত্তিতে ওই নির্মাণ কাজ বন্ধ করে দেয় টঙ্গীবাড়ী থানা পুলিশ।জানা গেছে সুবচনী গ্রামের মালয়েশিয়া প্রবাসী হুন্ডি ব্যবসায়ী আমির হোসেন দীর্ঘদিন যাবত একই গ্রামের আজিজ শেখের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি ওই জমিতে বহুতল ভবনের পিলার নির্মাণ কাজ করছিলেন।সরজমিনে গিয়ে দেখা যায়, বিশাল জমিজুড়ে ওই ভবন নির্মাণ কাজ করছেন আমির হোসেন। ওই কাজ করতে গিয়ে তিনি আজিজ শেখের জমি জোর করে দখলে নিয়ে এ ভবন নির্মাণ করেছিলেন। তাকে এ কাজে সাহায্য করছিলেন ওই এলাকার কিছু প্রভাবশালী।অসহায় বৃদ্ধ আজিজ শেখ এই ঘটনায় মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক আদালতে মামলা দায়ের করলে ওই জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেয় আদালত। সেই নিষেধাজ্ঞার আলোকে পুলিশ কাজ বন্ধ করে দিয়েছে।এ ব্যাপারে আজিজ শেখ বলেন, আমি বৃদ্ধ মানুষ। আমার জমিতে জোর করে বিল্ডিং নির্মাণ করছিল আমির । আমি বাধা দিলে সে আমাকে কোন পাত্তাই দিচ্ছ না। পরে আমি মুন্সীগঞ্জ আদালতে মামলা করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়ে গেছে।এলাকাবাসী জানান আমির হোসেন দীর্ঘদিন যাবত মালয়েশিয়া থাকেন। ওখানে অবস্থান করে সে হুন্ডির ব্যবসা করে আসছে। সেই অবৈধ টাকায় এখন দেশে এসে অন্যের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছে।জোবায়ের বলেন, আমির হোসেন দীর্ঘদিন যাবত হুন্ডি ব্যবসা করে। সে মালয়েশিয়া থেকে প্রবাসীদের কাছ হতে রিংগিত নেয়। পরে তার লোকজন এদেশের মালয়েশিয়া প্রবাসীদের বাড়িতে বাড়িতে টাকা দিয়ে আসে। অন্যের জমি দখল করে ভবন নির্মাণের ব্যাপারে সে বলেন তার পাশে আজিজ শেখের জমি রয়েছে। সে আজিজ শেখের জমি দখল করে বিল্ডিং নির্মাণ করতেছে। আজিজ সেখ দীর্ঘদিন যাবত এলাকাবাসীর কিছে বিচার চেয়ে শুধু আশ্বাসই পেয়ে যাচ্ছে পড়ে সে বাধ্য হয়ে মুন্সীগঞ্জ আদালতে মামলা করেছে।এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার এসআই নুরু বলেন, আদালতের নির্দেশক্রমে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দিয়ে এসেছি । উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছি। পরবর্তীতে আদালত যেভাবে সিদ্ধান্ত দেয় সে হবে কাজ করতে বলছি।