ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

সুন্দরগঞ্জে কৃষি সংরক্ষণাগার ও বিএস কর্মকর্তাদের ১০ কোয়াটার পরিত্যক্ত


ডিসেম্বর ২৮, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি:   কৃষি বিভাগ থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে ১০ টি ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) জন্য নির্মিত ১০ কোয়াটার ও বীজ সংরক্ষনাগার নির্মাণ করা হয়। তবে পরিচর্যার অভাবে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) কোয়াটারে অবস্থান না করায় ভবন গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ভূতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে।উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার কৃষকদের চাষাবাদে সার্বিক পরামর্শ দোরগোলায় পৌছে দেয়ার লক্ষে দেশ স্বাধীন হওয়ার আগে ১৫ ইউনিয়নের মধ্যে ১০টিতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) জন্য কোয়াটার কাম বীজ সংরক্ষনাগার নির্মাণ করা হয়। কিন্তু সেগুলোতে কর্মকর্তা অবস্থান না করায় দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে করে কোয়াটার গুলোর অবকাঠামোর জরাজীর্ণ দশা হয়ে পড়ায় ভুতরে পরিবেশের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় নিরিবিলি মনে করে বখাটে যুবকরা প্রতিদিন কোয়াটার গুলোতে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের মাদক সেবনসহ অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। ফলে আশপাশের এলাকাগুলোতে ঘটছে সামাজিক অবক্ষয়। বেড়েছে ছিচকে চোরের উপদ্রব। উঠতি বয়সের যুবকরা হয়ে পড়ছে নেশাগ্রস্থ। উপজেলা কৃষি বিভাগ কোয়াটার গুলো সংরক্ষন করতে ব্যর্থ হওয়ায় কোটি টাকার সম্পদ বিনষ্ট হচ্ছে।এবিষয়ে ছাপরহাটি ইউনিয়নের স্থানীয় লেচু মিয়া জানান, রাস্তার পাশে কোয়াটার ও বীজ সংরক্ষনাগার নিরিবিলি পরিরেশ হওয়ায় অবাধে মাদক সেবনসহ অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। বিভিন্ন সময় তাদের মাঝে মারামারি দন্ড চলে আসতেছে।এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির বলেন, দীর্ঘদিন সংস্কার, মেরামত ও সংরক্ষণের অভাবে বিএস কোয়াটার গুলো বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে প্রতিটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের জন্য একটি করে রুম বরাদ্দ রয়েছে। উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ ওই অফিসে বসে দাপ্তরিক কার্যক্রম করেন এবং কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। এ কারণে কোয়াটার গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে সরকারি নির্দেশনা পেলে পরিত্যক্ত কোয়াটার গুলোর ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, সুনিদিষ্ট অভিযোগ পেলে মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তার ভাষ্য মাদক সেবনকারীগণ সমাজের ভাল মানুষের মধ্যে পরে না। তারা যেই হোক না কেন, অবশ্যই তাদের ব্যাপারে পুলিশের অবস্থান অত্যন্ত শক্ত।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।