ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

টংগিবাড়িতে কৃষক দলের পকেট কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন


ডিসেম্বর ২৬, ২০২৪ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলা কৃষক দলের পকেট কমিটি গঠনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন টংগিবাড়ি উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো: খোরশেদ সিকদার। বৃহস্পতিবার বিকেল ৪ টায় কামারখাড়া কৃষকদলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহিদ মজুমদার কারসাজি করে মোটা অংকের টাকার বিনিময়ে দোকানে বসে এই পকেট কমিটি ঘোষণা করেছেন। ত্যাগীদের অবমূল্যায়ন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিকল্প ধারার লোকদের নিয়ে রাতের আধারে যে কমিটি ঘোষণা করা হয়েছে তা বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেওয়া হোক।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো: শহিদুল বেপারী, কামারখাড়া ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আসাদুর রহমান বেপারী, রফিক শেখ, ইউনিয়ন কৃষকদলের সহ সভাপতি আনোয়ার শেখ,৬ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি গিয়াস উদ্দিন শেখ,সাধারণ সম্পাদক রবিন শেখ,বিএনপি নেতা আবু সায়েদ হাওলাদার সহ আরো অনেকে।উল্লেখ্য গত ২৫ ডিসেম্বর বুধবার মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক মো: সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মো: শহিদ মজুমদারের সাক্ষরিত মো: আমিনুল ইসলাম তালুকদার কে সভাপতি ও কাদের পারভেজ কে সাধারণ সম্পাদক করে টংগিবাড়ি উপজেলা কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।