ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ধীপুরের ওয়াজ মাহফিল


ডিসেম্বর ২৫, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাবু হাওলাদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি:   মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ধীপুর গ্রামবাসী ও যুব সমাজ এর উদ্যোগে ২ দিন ব্যাপী ৮ ম বার্ষিকী ওয়াজ মাহফিল। গত সোম ও মঙ্গলবার বার বাদ আছর হইতে গভীর রাত পর্যন্ত চলে এ ইসলামিক আলোচনা। ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলি আসগর রিপন মল্লিক, আখেরি মোনাজাত পরিচালনা করেন আল্লামা আব্দুল হামিদ দাঃবাঃপীর সাহেব মধুপুর। ২দিন ব্যাপী ওয়াজ মাহফিলে কুরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মুফতী হেদায়েতুল্লাহ খাঁন আজাদী,মুফতী লুৎফুর রহমান ফায়াজী,মুফতী আবরারুল হক হাতেমী। মাহফিলে বক্তারা বলেন, ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাসূল সাঃ এর আদর্শ মেনে চলতে পারলে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবো। বিশ্বের মুসল্লিদের জন্য বিশেষভাবে দোয়া করা হয় আল্লাহ এবং প্রতিটা মুসল্লী যেন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে পারে সুদ, ঘুষ থেকে বিরত থাকতে পারে এ বিষয় আলোচনা করা হয় , সার্বিক তত্ত্বাবধানে ধীপুর মানব কল্যাণ ও বন্ধু মহল সংগঠন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।