ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪

নবীগঞ্জে পৌর বিএনপির উদ্দ্যেগে মুক্ত দিবস পালিত 


ডিসেম্বর ৬, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:   হবিগঞ্জের নবীগঞ্জে পৌর বিএনপির উদ্দ্যেগে গতকাল শুক্রবার বিকেলে শহরের শহীদ আজমত আলী চত্তরে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও মহিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শরফরাজ আহমেদ চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিদুল করিম মজিদ ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায়।এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য জয়নাল আবেদীন, পৌর বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মালিক, ৪ নং ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াহিদ খোয়াজ, ৫ নং ওয়ার্ড সভাপতি আব্দুস শহিদ, ২ নং ওয়ার্ড সহ সভাপতি আছমত আলী, ৬ নং ওয়ার্ড সহসভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মোহিত চৌধুরী লাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান অলি, পৌর বিএনপি নেতা মনসুর আলী, আব্দুস সোবহান, কবির আহমেদ, জিতু মিয়া, দাইম উদ্দিন, সবুর মিয়া, বদর উদ্দিন, জুনাব আলী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক শ্যামেলা বেগম, পৌর মহিলা দলের নেত্রী সাবেক কাউন্সিলর রোকেয়া বেগম, মহিলা দলের কবিরুন বেগম, লালফুল বেগম, রত্না বেগম, পারভীন বেগম, সুদানা আক্তার, পৌর ছাত্র দলের আহ্বায়ক সোহাগ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাসান অনিক, উপজেলা ছাত্র দল নেতা তৌহিদুল ইসলাম শয়ন, মো: মজিদ মিয়া, শাহজাহান আহমেদ, নাদিম আহমেদ, পৌর ছাত্র দল নেতা  অন্তর আহমেদ প্রমূখ।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির ১ম সদস্য আনোয়ার হোসেন মিঠু। সভায় বক্তারা ৬ ডিসেম্বর নবীগঞ্জ মুক্ত দিবস নিয়ে বিস্তার আলোচনা করেন। আগামীতে এধরণের আলোচনা সভা অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন বক্তারা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।