ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্য শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ


নভেম্বর ২৮, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:   ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। তাদের মধ্যে ৪৪জন শিক্ষা বৃত্তি ও ৬টি বাইসাইকেল দেওয়া হয়। মোট ৫০ জন শিক্ষার্থীদের মধ্য শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (২৮নভেম্বর) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল তুলে দেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড.মো: ফরিদুর রহমান।৫০ জন শিক্ষার্থীদের মধ্য শিক্ষা বৃত্তি বাইসাইকেল দেওয়া হয়। এছাড়া উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রাথমিক স্কুলপড়ুয়া ৪৪জন শিক্ষার্থীর শিক্ষাবৃত্তি,৬টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।উক্ত শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড.মো: ফরিদুর রহমান।এছাড়া উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ, সিও সুব্রত দেব,পজিব কমকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য স্বপন রবি দাস,নবীগঞ্জ রবি দাস সৎসঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিজয় রবি দাস, বাগানের সভাপতি রামভজন রবি দাস, প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।