মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স মাহিম এন্টারপ্রাইজ এর মালিক আলমগীর কবির কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ২৭ নভেম্বর বিকালে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন বীজ আলুর দেশীয় বাক্সের গায়ে মুল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়েছে, তিনি আরও বলেন আমরা নিয়মিত বীজ আলুর বাজার মনিটরিং করছি এবং কোথাও কোন অনিয়ম হলেই তাকে আইনের আওতায় আনা হবে।
আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।