ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সিডস্টোর বাজারের দক্ষিণ পাশে ভালুকা রেঞ্জ অফিসের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ভালুকা রেঞ্জ অফিসের সামনে ঝোপের ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: হুমায়ূন কবীর জানান, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।