ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে ৪কেজি গাঁজা সহ আটক ১


নভেম্বর ২২, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:   হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ একজন কে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি হলো – চুনারুঘাট পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানী গ্রামের আব্দুল হান্নান ছেলে হোসাইন আহমদ শাকিল (২৩)।গতকাল বৃহস্পতিবার (২১নভেম্বর) রাতে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)মোঃ রেজাউল হক খান সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শহিদুল হক মুন্সি দিকনির্দেশনায়, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথ এর নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম সহ সংঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শায়েস্তাগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর সাকিনস্থ ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি রাস্তার মুখ থেকে হোসাইন আহমদ শাকিল (২৩) গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামি শাকিলের স্কুল ব্যাগটি তল্লাশী করে ব্যাগের ভিতরে থেকে ০৪ টি নীল রংয়ের পলিথিনের প্যাকেট ১ কেজি করে মোট ০৪ কেজি গাঁজা উদ্ধার করেন। পরবর্তীতে এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন যা শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-০৭ তারিখ- ২১/১১/২০২৪ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক) উক্ত মামলায় গ্রেফতার করেন ।গ্রেফতারের সততা নিশ্চিত করেন,শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথ। তিনি বলেন,গ্রেফতারকৃত আসামীকে যথাসময়ে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।